দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: আবারও বালি বোঝাই ডাম্পারের আতঙ্কে আতঙ্কিত সাঁকরাইল ।প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরেই বেপরোয়াভাবে এ রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে শয়ে শয়ে বালি বোঝাই ডাম্পার । কোনো গাড়িতে হেলপার রয়েছে তো কোনো গাড়িতে শুধু ড্রাইভার। ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে রোহিনীতে, প্রতিবাদ হয়েছে অবরোধ হয়েছে ।
রবিবার ৭.৩০ নাগাদ কুলটিকরী বাসস্ট্যান্ডের ওপর দিয়ে সারি সারি বালি বোঝাই ডাম্পার বেপরোয়া স্পিডে যাওয়ার সময়,এক বাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাইক চালক ।
সঙ্গে সঙ্গে এলাকাবাসী ওই ডাম্পারটিকে ঘেরাও করেন , সাকরাইল থানায় খবর দেওয়া হয় প্রায় ৪৫ মিনিট ধরে চলে অবরোধ,এলাকাবাসীর দাবি সারা দিনব্যাপী ডাম্পার চলাচল বন্ধ রাখতে হবে।
রাত্রি ৯টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত রাতভর চলুক ডাম্পার। এই দাবি নিয়ে বেশ কিছুক্ষণ বচসা চলে । পরে সাঁকরাইল থানার পুলিশ এলাকার মানুষের দাবি ডিএম এর কাছে তুলে ধরার আশ্বাস দেন । পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়ে এলকাবাসীরা অবরোধ তুলে নেন।