আবারও সুন্দরবনের লোকালয়ে দক্ষিণ রায়ের আতঙ্কে মানুষজন ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সুন্দরবনের প্রত্যন্ত কুলতলির লোকালয়ে দক্ষিণ রায়ের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের l সুন্দরবনের আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকে একটি বাঘ নদী সাঁতরে ঢুকে পড়ায় এই আতঙ্ক ছড়িয়েছে কুলতলির গুড়গুড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মনসাতলা গ্রামে l সোমবার সন্ধ্যার দিক থেকেই বাঘের পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীদের l ছাপটি দেখে অনুমান ওটি একটি স্ত্রী বাঘ l

যেহেতু নদী লাগোয়া মনসাতলা গ্রাম হওয়ার কারণে অধিকাংশ মানুষই এখানে কৃষিজীবী ও মৎস্যজীবী বাঘের পায়ের ছাপ দেখা মাত্রই গোটা গ্রাম জুড়েই কার্যত বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে l ঘটনাস্থলে সেই বাঘের খবর পেয়ে চলে আসে রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা l গ্রামবাসীদেরকে নিয়েই রাতভর গ্রাম লাগোয়া নদীর বাঁধ বরাবর সেখানে লাঠিসোটা নিয়ে রাত প্রহরা দেওয়া হয় l সেই সাথে বাজি পটকা ফাটানো হয় যাতে বাঘটি রাতের অন্ধকারে গ্রামে হামলা চালাতে না পারে l

এদিকে মঙ্গলবার সকাল হলেও বাঘের অবস্থান জানা যায়নি যেহেতু নদীতে জোয়ার রয়েছে ফলে নদীতে ভাটার নামার সাথে সাথেই সেখানে বাঘের অবস্থান সম্পর্কে জানার জন্যই তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে l এদিকে এলাকায় বাঘ ঢোকায় রীতিমতো আতঙ্কিত এলাকার গ্রামবাসীরা তারা চাইছেন অবিলম্বে বাঘটিকে ধরে আবার ফেরত নিয়ে যাক বনকর্মীরা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =