নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: মূলত আট নং আসাম- আগরতলা জাতীয় সড়ককে করিডোর করে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য থেকে গাঁজা সহ অবৈধ প্রবেশকারী অনায়াসে বহিঃ রাজ্যে প্রবেশের সময় বহিঃ রাজ্যের পুলিশ আটক করলেও ত্রিপুরা পুলিশ ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করছে। প্রশ্ন চিহ্নের মুখে ত্রিপুরা পুলিশ ও সীমান্তের নিরাপত্তা নিয়ে? অসমের করিমগঞ্জ জেলার অসম- ত্রিপুরা সীমান্তের চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্টের পু‌লি‌শের হাতে আটক গাঁজা সহ এক পাচারকারী।

AS01-NC-0242 নম্ব‌রের সীমা ট্রেভেলসে বাসে করে তেলিয়ামুড়া থেকে গুয়াহাটি যাওয়ার পথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য পেরিয়ে অসমের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের নাকা চে‌কিং‌য়ে শুক‌নো গাঁজা সহ ধরা পড়ল এক ব্যক্তি ।ধৃ‌তের নাম উ‌মেশ কুমার রায় বয়স ৩০।পিতার নাম মৃত ম‌তি রায়। ধৃতের বা‌ড়ি বিহা‌রের পাটনার সাবালপু‌রের গু‌লি-মহা‌তিয়াচক এলাকায়।তার কাছ থে‌কে তিন‌টি প্যাকে‌টে ছয় কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

যার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকার মত হবে বলে জা‌নি‌য়ে‌ছে অসম পুলিশ।ধৃ‌তের বিরু‌দ্ধে এনডিপিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে‌ছে পু‌লিশ।বর্তমা‌নে আটক ব্যাক্তি‌কে অসম পুলিশের হেফাজতে রে‌খে জেরা কর‌ছে পু‌লিশ।

বারংবার ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য পেরিয়ে অসমে প্রবেশের পথে অসম- ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের হাতে গাঁজা সহ অবৈধ প্রবেশকারীদের আটক করলেও ত্রিপুরা পুলিশ সে ব্যাপারে নিষ্ক্রিয় ।আর তাতে উভয় সীমান্তের স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন ।