আসানসোলে দিলীপ ঘোষের চা-চক্রে তৃণমূলের প্রতিবাদ- খেলা হবে স্লোগান,দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের চা চক্রকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বার্ণপুরে।বার্ণপুর বাসষ্ট্যান্ড এলাকায় দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন সেই চা-চক্রে। চা-চক্র শেষ হতেই তৃণমূল কর্মীরা হাজির হন সেখানে।

দিলীপ ঘোষ যখন গাড়িতে করে যাচ্ছেন তখন তৃণমূল কর্মীরা তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। খেলা হবে স্লোগান দিতে থাকেন। দিলীপ ঘোষ মুর্দাবাদ বা হাই হাই স্লোগান দিতে থাকেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পড়ে।শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি শান্ত হয়।

প্রতিবাদী তৃণমূল কর্মীদের দাবি, ত্রিপুরায় যেভাবে তৃণমূলের কর্মীদের ওপর বিজেপি হামলা করছে, তার নিন্দা জানাতেই তারা এই প্রতিবাদ করেছেন। উল্লেখ্য,আজ আসানসোলের পলোগ্রাউন্ডে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। পোল গ্রাউন্ডে তিনি যোগাভ্যাস করেন,মর্নিং ওয়াক করেন।এরপর চলে যান বার্ণপুর বাসস্ট্যান্ডে। সেখানে চা চক্রে উপস্থিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seventeen =