আসামে বেপরোয়া গতির ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে এর ১০ যাত্রী নিহত

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: আসামে একটি বেপরোয়া গতির ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর ১০ যাত্রী নিহত হয়েছেন।অটোরিকশার আরোহীরা ছট পূজা সম্পন্ন করে ফেরার সময় ট্রাকচাপায় তারা নিহত হন।পুলিশ জানায়, বৃহস্পতিবার আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরকান্দিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শিশুসহ নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =