ইংরেজি বছরের প্রথম দিন সকাল থেকেই কপিল মুনির আশ্রমে ভিড় জামাতে শুরু করেছে হাজার হাজার পুণ্যার্থী ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । গঙ্গাসাগর মেলার বাকি আরো বেশ কয়েকদিন । তাই ভিড় ও কোভিড সংক্রমণ এড়াতে আগে থেকেই ইংরেজি বছরের প্রথম দিন সকাল থেকেই মহামানব কপিল মুনির সাগর ততে ভিড় জামাতে শুরু করেছে হাজার হাজার পুণ্যার্থী ।

গঙ্গাসাগরে যেসকল তীর্থযাত্রীরা মাস্ক ছাড়া প্রবেশ করছে তাদেরকে মাস্ক তুলে দেওয়া হচ্ছে এবং সচেতন করা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে । সকাল সকাল সাগরে স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে ও দেখা দিয়েছে দীর্ঘ লাইন । পুণ্যার্থীদের সাহায্যে সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে প্রশাসনের কর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =