কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: একই মাঠে ৫০ মিটার এর মধ্যে তৃণমূলের জোড়া প্রতিষ্ঠা দিবস পালন। ব্লক সভাপতি বনাম বিধায়কের সংঘাত প্রকাশ্যে। বিজেপি কংগ্রেসের লোকজনদের নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করছেন ব্লক সভাপতির অভিযোগ বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের।

রাজ্য ও জেলা নেতৃত্বে নির্দেশে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে পাল্টা ব্লক সভাপতি। যদিও এই সংঘাতকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।

বৈষ্ণবনগর পঞ্চায়েত সমিতির মাঠে ৫০ মিটার এর মধ্যে দুটি মঞ্চ বেঁধে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এক মঞ্চে ছিলেন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার অন্য মঞ্চে ছিলেন ব্লক সভাপতি দুর্গেশ সরকার।

চন্দনা সরকারের অভিযোগ বিজেপি এবং কংগ্রেসের লোকজন দের নিয়ে ব্লক সভাপতি প্রতিষ্ঠা দিবস পালন করছেন। এমনকি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করার অনুমতি বন্ধ করে তাকে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

পুরো বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্ব কে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ব্লক সভাপতি দুর্গের সরকার বলেন, রাজ্য নেতৃত্ব অচেনা নেতৃত্বে নির্দেশে তিনি প্রতিষ্ঠা দিবস পালন করছেন। এই বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।

জেলা তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। দল বড় হয়েছে তাই অনুষ্ঠানের সংখ্যাও বেড়েছে। সংঘাতের বিষয়টি এড়িয়ে যান তিনি। যদিও এই বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি।