এবছর থিমের হওয়ায় পাল তুলে এগিয়ে চলেছে হীরক বন্দর ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: মহানগরী তিলোত্তমার সাথে থিমের চমকে পাল্লা দিচ্ছে জেলার বিভিন্ন পূজা মন্ডপগুলি। ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করছে । এ বছরে তাদের বিশেষ চমক “রণাঙ্গিনি বেশে সাঁওতালের দেশে” ।

মূলত আদিবাসী জনজীবনকে তুলে ধরতে চেয়েছে এই পূজা কমিটি । মহাসপ্তমী থেকেই জনসমুদ্রের যেন ভাসছে গোটা এলাকা । তিলোত্তমার পাশাপাশি হীরক বন্দরেও উপচে পড়া ভিড় বিভিন্ন পূজা মন্ডপ গুলিতে । এই এলাকার মন্ডপ গুলিতেও আনা হয়েছে বিশেষত্বের ছোঁয়া । সঙ্গে সামঞ্জস্য রেখে সেই ছোঁয়া পড়েছে প্রতিমাতেও। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের জন্য সমস্ত মণ্ডপে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =