এলাকায় নদীর চরের ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বানাবার অভিযোগ উঠল খোদ শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: আবারও খবরের শিরোনামে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গোপালনগর এলাকার মিশ্র ঘেরি এলাকা। এবার এলাকায় নদীর চরের ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বানাবার অভিযোগ উঠল খোদ শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনই মারাত্মক অভিযোগ এলাকাবাসীদের ।

অভিযোগ মিশ্র ঘেরি এলাকার নদীর চরে স্লুইসসগেট এবং শ্মশান করার জন্য স্থানীয় প্রধান , উপপ্রধান ও শাসক দলের লোকজন এবং এলাকাবাসী সিদ্ধান্ত নেন নদীর চরে জায়গা নেওয়া হবে। সেইমতো জায়গাও ঘিরে নেওয়া হয়।

কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর আসল উদ্দেশ্য বেরিয়ে আসে । দেখা যায় মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ কেটে। এই বিষয়ে পাথরপ্রতিমা থানায় অভিযোগ করা হয়। প্রশাসন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তারপরে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে আবারও সেই নদীর চর বিক্রয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কোথাও বা ফিসারীর জন্য ঘর তৈরি করা হচ্ছে।

অভিযোগ কয়েকজন ব্যক্তি পয়সার বিনিময়ে বেশ কয়েক বছর আগে ওই সরকারি জায়গার পড়চা করে নেয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বি.এল.আর.ও অভিজিৎ কুন্ডুর কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ।

এই বিষয়ে স্থানীয় বনবিভাগের বিট অফিসার জানান ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি হচ্ছে । এমন অভিযোগ এসেছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =