নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: করোনার বিধি-নিষেধকে অমান্য করা একাধিক ব্যক্তিকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে শান্তিপুর গোটা থানা এলাকায় রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট পুলিশ জেলার এসডিপিওর নেতৃত্বে করোনা মোকাবিলায় চলে পুলিশি টহলদারি ।
সাথে ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ, শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখার্জি, রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার সহ শান্তিপুর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। করোনার বিধি-নিষেধ অমান্য করা প্রায় কুড়ি জন ব্যক্তিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ।গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি।