নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর দিনাজপুর :: করোনা কাটিয়ে গত দুই বছর পর ফের সারা দেশ জুড়ে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে রথযাত্রা উৎসবে মেতে উঠেছে দেশবাসী। রথযাত্রা মহাসমেরহে রাজ্যে পালিত হচ্ছে । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দির প্রাঙ্গনে রথ যাত্রা উৎসবে পালিত হচ্ছে।গত দুই বছর নির্দিষ্ট সরকারি বিধি মেনে রথ যাত্রা উৎসবের আয়োজন করে নাট মন্দির কমেটি কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর বড় করে রথ যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।পূরানো রথ নষ্ট হয়ে যাওয়র কারণে সাড়ে চার লক্ষ টাকা ব্যায়ে নতুন রথ তৈরি করা হয়েছে ।
আনুমানিক ৯ লক্ষ টাকা ব্যায় করে জগন্নাথ দেবের জন্য নতুন মন্দির নির্মাণ করা হয়েছে।মন্দির ও রথের আজ শুভ-উদ্ধোধন। রথ যাত্রা উৎসবকে ঘিরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে।
পাশাপাশি রথ যাত্রা উৎসবকে ঘিরে গত দুই বছর পরে আবার নাট মন্দির প্রাঙ্গনে সাত দিন ব্যাপী একবিশাল মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রেখে কালিয়াগঞ্জ থানার তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে নাট মন্দির এলাকায়।
Home Uncategorized করোনা কাটিয়ে দুই বছর পর রথযাত্রা উৎসবে মেতে উঠেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ...