Mumbai: Medics walk past a new swab testing cabin at Podar hospital in Worli during a nationwide lockdown in the wake of coronavirus pandemic, in Mumbai, Sunday, April 19, 2020. (PTI Photo/Kunal Patil)(PTI19-04-2020_000179B)

সংবাদ প্রবাহ নিউজ ডেস্ক :: ১লা,জানুয়ারি :: নয়াদিল্লি ::  নতুন বছরের প্রথম দিনেই দেশবাসীর জন্য সুখবর অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিশিল্ড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগ করার ক্ষেত্রে সবুজ সংকেত পেল। ভারতের পুণেতে অবস্থিতি সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করছে দেশে। সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডোজ তৈরি রয়েছে।

আগামী ছয় থেকে আট মাসে ৩০ কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে টিকার ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিনই বৃহত্তম আশার আলো দেখাচ্ছে৷ যদিও ভারত সরকার এখনও সিরাম ইনস্টিটিউটের সাথে ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেনি৷