কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা! – খাদে বাস পড়ে নিহত অন্তত ১১

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ থেকে ১৫ জন। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী বাহিনী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, ”মিনিবাসটি থাতরি থেকে ডোডার দিকে যাচ্ছিল। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকার্য শুরু হয়েছে।” জানা যাচ্ছে, উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক কী কারণে ঘটেছে দুর্ঘটনাটি ? আপাতত যতটুকু জানা যাচ্ছে, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক. আর তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে।প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের পরিবারগুলি পাবে ৫০ হাজার টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 20 =