কিষাণ মোর্চার আহ্বানে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে রেল অবরোধ।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে রেল অবরোধ করা হয় । প্রায় এক ঘন্টা রেল অবরোধ করা হয়।পরে রেল পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।আটকে পড়ে হাওড়া বর্ধমান রুটে মেন ও কর্ড শাখার আপ এবং ডাউন লাইনের অনেক ট্রেন।আন্দোলনকারী কৃষক সভার নেতা জহর দত্ত জানিয়েছেন, গোটা ভারতেই কৃষকেরা আন্দোলনে নেমেছেন। দিল্লি, উত্তরপ্রদেশ সহ সর্বত্র তাদের আন্দোলনে উত্তাল।বেশ কয়েকজন আন্দোলনকারী শহীদ হয়েছেন।উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৬ জন কৃষককে গাড়িতে পিষে দিয়েছেন কেন্দ্রের মন্ত্রীর পুত্র। এর প্রতিবাদে ও কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন। আন্দোলনের ফলে কর্ড ও মেন শাখার বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =