বাঁকুড়ায় লক্ষ্মী পুজোর আগে ঘরের লক্ষী ঘরে তুলতে পারলো না কৃষকরা – বালাই আবহাওয়া

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: হাতে আর মাত্র একটা দিন তারপরেই লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন সকলে । কিন্তু লক্ষ্মী পুজোর আগে ঘরের লক্ষী ঘরেই তুলতে পারছে না কৃষকরা এমনই ছবি সোমবার উঠে এলো আমাদের ক্যামেরায় । যেখানে দেখা যাচ্ছে সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে বিঘার পর বিঘা ধান জমিতেই নষ্ট হচ্ছে ।

অনেক চাষী ধান কাটলেও সেই ধান ঘরে তুলতে পারনেনি । টানা বৃষ্টির জেরে ধান চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে । যে লক্ষ্মী সারাবছর কৃষকদের মুখে অন্ন তুলে দেয় সেই লক্ষী প্রাকৃতিক বিপর্যয়ে আজ বিপন্ন । কৃষকদের চোখে মুখে বিষাদের ছোঁয়া । তবে শুধুমাত্র ধান চাষীদের নয় সবজি চাষীদেরকেও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে । পটল , বেগুন , কফি , করলা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে ।

ঘনা দাস শান্তি দাস নামের ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন , হাতে আর মাত্র একটা দিন তারপরে লক্ষ্মীপুজো কিন্তু ঘরের লক্ষী ঘরেই তুলতে পারলাম না আমাদের ভীষণ মন খারাপ । সারা বছর চাষ-বাস করে আমাদের সংসার চলে এখন আগামী দিনে ছেলেমেয়েদের নিয়ে কিভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে আমাদের ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *