কুলতলিতে বন্দিনী বাঘিনীকে ছাড়া হল কলসের জঙ্গলে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: কুলতলিতে বন্দিনী বাঘিনীকে ছাড়া হবে কলসের জঙ্গলে। মঙ্গলবার কুলতলির ভুবনেশ্বরী গ্রামের নস্কর ঘেরিতে ঢুকে পড়া জঙ্গলছুট বাঘিনীকে ধরা পড়ার পরই রাতেই নদী পথে নিয়ে যাওয়া হয় বনবিভাগের বনী ক্যাম্পে l নদীর বুকেই লঞ্চের মধ্যেই রাখা হয়েছে তাকে ।

সুন্দরবনের ধরা পড়া রানীর বয়স ৮ বছর বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বনকর্তারা। বুধবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝড়খালি ও কুলতলি থেকে পৌঁছেছে দু’জন পশু চিকিৎসক । রাখা হয়েছে পর্যবেক্ষণে । রাজকীয় খাওয়া দেওয়া হয়েছে সময়  মতো । পর্যবেক্ষনের পর সবকিছু ঠিকঠাক থাকলে কলসের জঙ্গলে ছেড়ে দেওয়া হল  জঙ্গলের রানীকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =