খাটের নিচে থেকে একের পর এক বেরিয়ে আসছে বিষধর সাপ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বাড়ির মধ্যে খাটের নিচে থেকে একের পর এক বেরিয়ে আসছে বিষধর সাপ । আর তা দেখে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে বাড়ির মালিকসহ এলাকাবাসীরা । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের রামরামপুরে।

রবিবার আচমকা স্থানীয় বাসিন্দা সুজয় মোদকের বাড়ির ভেতরে খাটের নিচ থেকে পাঁচটি কেউটে সাপ বাইরে বেরিয়ে এলে চেঁচামেচি শুরু করেন বাড়ির লোকজনেরা। এরপর প্রতিবেশীরা ছুটে এসে দুটো সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। বাকি তিনটি সাপ আবারও খাটের নিচে গর্তের ভেতরে ঢুকে যায়।

খবর চাউর হতেই ভিড় জমায় গ্রামবাসীরা। সাপের আতঙ্ক চেপে বসে গ্রামবাসীদের মধ্যে। পরে আলো জ্বালিয়ে খাট সরিয়ে গর্তের ভিতরে আরও বেশ কয়েকটি কেউটে ও কেউটের বাচ্চা সহ ডিম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । এরপর খবর দেওয়া হয় ডায়মন্ডহারবারের বনবিভাগের অফিসে । খবর পেয়ে তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় । এর পর উদ্ধার হয় মোট দশটি কেউটে সাপ সহ ৬০ টি ডিম। বনকর্মীরা ডিমগুলোকে উদ্ধার করে নিয়ে গেলেও স্বস্তি নেই এলাকাবাসীদের মনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =