সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: গঙ্গাসাগর মেলাতে এবার করোনা থাবা। করোনায় আক্রান্ত গঙ্গাসাগর গ্রামীণ হাসপাতাল দুজন চিকিৎসক সহ পাঁচজন। গঙ্গাসাগর গ্রামীণ হাসপাতাল করোনা হানাতে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে গঙ্গাসাগর জুড়ে। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। দীর্ঘ টালবাহানার পর কভিড বিধি মেনেই মেলা করার অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু মেলার সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দেশ করোনা আক্রান্ত ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে গঙ্গাসাগর বাসি।
আজ গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ ২৭ জনকে অ্যান্টিজেন্ট টেস্ট করানো হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর দেখা যায় যে সাগর গ্রামীণ হাসপাতালে দুজন চিকিৎসক, দুজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার ঘন্টা বেজে গিয়েছে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা একের পর এক করোনা আক্রান্ত হলে কোথাও গঙ্গাসাগর মেলার চিকিৎসাব্যবস্থার ব্যাঘাত ঘটবে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।