নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাদিয়া :: গয়েশপুর আবার খবরের শিরোনামে, বর্ষবরণ রাতে গয়েশপুর পৌর ৭নং ওয়ার্ডের দুস্কৃতীর তান্ডব | বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর চালায়,দুস্কৃতীর হাত থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী দুই বয়স্ক ।
গতকাল আনুমানিক রাত ২টোর পর রাস্তার লাইট অফ করে দুস্কৃতীদের তান্ডব চলে ।এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত।খবর পেয়ে ছুটে আসে গয়েশপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক গন, এবং কেন এরকম হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে পরিবারের সদস্যরা জানান যে তারা আতঙ্ক রয়েছে।
এলাকায় রয়েছে উত্তেজনা। তবে কয়েক দিন আগে এই তৃনমূল কংগ্রেসের দুই কর্মী খুন হয় তার রেশ কাটতে না কাটতেই আবারও দুস্কৃতী হামলা, এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে