নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: বাঁশের সাথে হাত-পা দড়িতে বেঁধে চার শিশুকে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি । মধ্যযুগীয় বর্বরতার এমনি ছবি দেখা গেল গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে । অভিযোগ ট্রাক্টর থেকে যন্ত্রপাতি চুরি করেছে এই শিশুরা । আর তার ফলেই বাঁশের সাথে দড়ি বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছে রবিয়াল খান নামে এক ব্যক্তি ।
আক্রান্ত শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুদের গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয় । এই বিষয়ে গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও জানান অভিযোগ পেয়েছি । পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । পাশাপাশি শিশুদের গড়বেতা হাসপাতালে চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে ।