গুলিতে জখম পুলিশকর্মী, চিকিৎসার জন্য নিয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো কলকাতায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: বন্দুক পরিষ্কার করার সময় বন্দুকের গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী । পুলিসকর্মীর অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ঘটনা । জানা গিয়েছে , প্রত্যেক থানায় নির্দিষ্ট দিনে থানায় থাকা সমস্ত বন্দুক পরিষ্কার করা হয় ।

সেই মত এদিন বেলিয়াবেড়া থানায় বন্দুক পরিষ্কারের কাজ করছিলেন পুলিশকর্মীরা । পরিষ্কার করার সময় হঠাৎ করে একটি বন্দুক থেকে গুলি চলে যায় । গুলি লাগে অন্য এক পুলিসকর্মীর । আহত পুলিশকর্মীর নাম বিশ্বনাথ দণ্ডপাট ( ৩২)। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়  ।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ । আরো জানা যায়, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আহত পুলিসকর্মীর রক্তক্ষরণ বন্ধ হয়নি । কারণ তাঁর পেটে গুলি লেগেছে । তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে । ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করিডর করে তাঁকে কলকাতায় নিয়ে  যাওয়া হয়েছে । ওই পুলিশকর্মীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =