গোসাবা নদী বাঁধ সংলগ্ন চরে ধস, ভাঙলো কংক্রিটের জেটি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: আচমকাই নদী বাঁধ সংলগ্ন নদীর চরে ধস নামায় ভেঙে পড়ল একটি কংক্রিটের জেটির বেশিরভাগ অংশ l আর এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে l ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে l

স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে আসে যে নদী বাঁধ সংলগ্ন গড়াল নদীর যে চর রয়েছে সেই চরের বেশ কয়েক জায়গায় ধস নেমেছে l যে কারণে ওই জায়গাতে থাকা একটি জেটির প্রায় বেশিরভাগ অংশই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীগর্ভে l

শুধু তাই নয় আশেপাশের এলাকা জুড়েও ফাটল দেখা দিয়েছে l যেকোনো মুহূর্তে আরো বড় ধস নামতে পারে এলাকা জুড়ে l নদী বাঁধ ভেঙে গেলে ওই এলাকায় নদীর জলে প্লাবিত হওয়ার শঙ্কায় রীতিমতো ঘুম কেড়েছে এলাকাবাসীর l বিষয়টি জানার পরই যদিও সাথে সাথেই তৎপর হয় সেচ বিভাগ l ইতিমধ্যেই ওই এলাকায় ইটবোঝাই বস্তা ফেলে ধস আটকানোর কাজ শুরু করেছে ।

স্থানীয় ব্যবসায়ী প্রসাদ মন্ডল বলেন, এর আগে আইলা, আমফান , বুলবুলের সময়েও একাধিক নদী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে তেমনি কংক্রিটের একাধিক জেটি ভেঙে গিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে l নদী ভাঙ্গন এখানে দিনে দিনে যে ভাবে বেড়ে চলছে তাতে আগামী দিনের পক্ষে বিপদজনক তা বলাই বাহুল্য l বিশেষ করে এই এলাকায় কংক্রিটের নদীবাঁধ যতদিন না তৈরি হচ্ছে ততদিন এই পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা রয়েছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =