চাপদা ইয়ং স্টার সংঘের উদ্যোগে লক্ষী পূজো উপলক্ষে আয়োজিত হলো যাত্রা অনুষ্ঠান।

সৌমাল্য ব্যানার্জি :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: কোলাঘাট ব্লকের চাপদা ইয়ং স্টার সংঘের উদ্যোগে বুধরাতে কোজাগোরী লক্ষ্মীপূজোর সূচনা হলো।প্রতিবছর প্রতিমা ও মন্ডপ নজরকাড়া হলেও এবছর অতিবৃষ্টির প্রভাবে সবই একপ্রকার মাটি করেছে পূজো উদ্যোক্তাদের।

এবছর কোনরকম পূজো করলেও বুধবার পূজো উপলক্ষে আয়োজিত হলো যাত্রা অনুষ্ঠান। এছাড়াও কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =