ছটপুজো উপলক্ষে ভদ্রেশ্বরে চলছে ঘাট সাফাই উদ্যোগ

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: ভদ্রেশ্বর :: আর কিছুদিন পরই ছটপূজা । ভক্তবৃন্দদের আর্বিভাব হয় গঙ্গাতীরে। ভোর রাত থেকে ভক্তবৃন্দ গঙ্গাতীরে দাড়িয়ে ছট দেবতার উপাসনা করে পূজা সম্পূর্ণ করে । কিছু দিন আগেই গেছে দূর্গা পূজা ।

গঙ্গাতীরে চলেছে বির্সজন প্রক্রিয়া । ছটপূজা উপলক্ষে গঙ্গাতীরে আসা ভক্তদের যাতে অসুবিধা না হয় তার জন্য ভদ্রেশর পুরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে । আজ ভদ্রেশর পুরসভা উপলক্ষে সমস্ত ঘাটে পরিস্কার করার অভিযান শুরু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 11 =