জামুড়িয়ার খোট্টাডিহি গ্রামের বায়ার ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী ফুটবল খেলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: জামুড়িয়ার খোট্টাডিহি গ্রামের বায়ার ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী একটি ফুটবল খেলার আয়োজন করা হয় । আজ তার ফাইনাল পর্যায়ে খেলাই জয়ী হয় নিমাইডাঙ্গা ও আরশোলা ।

এই বিষয়ে খোট্টডিহি গ্রামের বাসিন্দা তথা জামুরিয়া ব্লক ২ তৃণমুল কংগ্রেস এর এস সি এস টি সেলের সভাপতি বুধন রুইদাস বলেন যে বর্তমান সমাজের তরুনরা খেলার মাঠের শরীরচর্চার পরিবর্তে এখন মোবাইল গেমের উপর বেশি আসক্ত হয়ে পড়ছে , শিক্ষার পাশাপাশি শরীরচর্চার ও খুব প্রয়োজন। এই বিষয়ে প্রত্যেক অভিভাবককেও সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =