জামুড়িয়ার বজোন্তি পুরে এস সি সেলের উদ্দ্যেগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: জামুড়িয়া ১ নম্বর ব্লকের ৩ নম্বর ওয়ার্ডে এস সি সেলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় জামুড়িয়ার বজোন্তি পুর বাউরি পাড়ায়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিংহ ।

পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী, জামুড়িয়ার এক নম্বর প্রাক্তন বোরো চেয়ারম্যান শেখ সান্দার, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রেনুকা বাউরী, এসি সি সেলের সদস্য দিনু বাউরি সহ আরো অনেকে । এই রক্তদান শিবিরে ৪০ জন রক্তদাতা রক্ত দান করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =