কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: দুই লক্ষ টাকা ভারতীয় জালনোট পাচারের সময় এক যুবককে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম ইউসুফ আলী ওরুফে এসারুল(২৪)। বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে।

এদিন গভীর রাতে ধৃত যুবক জালনোটগুলি পাচার করছিল গোপন সুত্রে কুম্ভিরা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতকে আটক করে তল্লাশী চালালে তার কাছ থেকে ভারতীয় জালনোট দুই লক্ষ টাকা উদ্ধার হয়। ধৃতকে পুলিশ হেফাজোতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।