জাল নোট পাচার চক্রের ঘটনায় পাচ বছর কারাদণ্ড নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: কান্দি মহকুমা আদালতে সোমবার জাল নোট পাচার চক্রের ঘটনায় পাচ বছর কারাদণ্ড নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত । জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত পুলিশ অভিযান চালিয়ে কান্দি থানার নপাড়া থেকে নারেজ সেখ কে গ্রেপ্তার করে । ৯ই আগষ্ট ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয় ২০হাজার টাকা জাল নোট সহ। ধৃত বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়।

মোট সাত জন স্বাক্ষীর ভিত্তিতে সোমবার কান্দি মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম দ্রুত নিস্পতি আদালতের বিচারক তাকে ৪৮৯ বি ধারায় পাচ বছর ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস জেল হেফাজতে , ৪৮৯ সি তিন বছর এবং পাচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চার মাস জেল হেফাজতে রাখার নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত বিচারক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =