জাল লজেন্সের বিরুদ্ধে চন্দননগর কমিসনারেটের এনফোর্সমেন্ট বিভাগের হানা

দানিস আলী :: সংবাদ প্রবাহ : চন্দননগর :: হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ই বি বিভাগের আধিকারিকদেরা 24 পরগনার নৈহাটির এক লজেন্স প্রস্তুত কারি কারবাবির লজেন্সের বিরুদ্ধে আইনগত বাবস্থা গ্রহন করতে চলেছেন। হুগলির চন্দননগর ই বি বিভাগের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে গত কয়েকদিন ধরেই লক্ষ করা যাচ্ছে 24 পরগনার নৈহাটি থানার এলাকা থেকে জনৈক লজেন্স ব্যবসায়ীর বিরুদ্ধে ইঞ্জেকশন সিরিংজে কেডবেরি লজেন্স বিক্রি করবার অভিযোগ আসছিল।

সেইমত মঙ্গলবার সকাল থেকেই হুগলির জেলার বিভিন্ন জায়গাতে এই লজেন্স বিক্রির উপর বিভিন্ন দোকানে অভিযান চালায় এনফর্সমেন্ট বিভাগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =