ঝাড়গ্রামে করোনার জেরে SBI জেলা মেন ব্রাঞ্চ বন্ধ করে দিলো কতৃপক্ষ।

দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: করোনার জেরে SBI জেলা মেন ব্রাঞ্চ বন্ধ করে দিলো কতৃপক্ষ। চরম সমস্যায় গ্রাহকরা। গ্রামবাংলার সবচেয়ে বড় উৎসব মকর। তার আগে ঝাড়গ্রামে করোনার জেরে ৫ দিন বন্ধ করে দিলো SBI জেলার মেন ব্রাঞ্চ।

বহু মানুষের এটিএম নেই অথচ তাদের মকর উৎসব এর জন্য টাকা দরকার। চরম সমস্যায় পড়েছেন তারা। এভাবে ব্যাঙ্ক বন্ধ করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।

অপর দিকে ঝাড়গ্রাম জুড়ে করোনা রোধে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন। আজ জেলার সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় পৌরসভার তরফ থেকে একাধিক জায়গায় টেষ্ট করা হচ্ছে। যারাই মাস্ক বিহীন যাচ্ছে তাদের পরীক্ষা করা। হচ্ছে। সেখানে প্রতি ১০০জনে প্রায় ২০% পজেটিভ কেস পাওয়া যাচ্ছে। সব মিলে ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা যথেষ্টই চিন্তায় ফেলছে প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =