দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: করোনা পরিস্থিতি ক্রমশ বাড়তে থাকায় রাজ্য প্রশাসন রাজ্য জুড়ে আংশিক বিধিনিষেধ জারি করেছে। যার মধ্যে অন্যতম হলো প্রতিটি মানুষকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। সোমবার থেকে রাজ্যজুড়ে কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে। তাই রবিবার বিকেল থেকেই ঝাড়্গ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য প্রতিটি মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক ভাবে জানানো হয়েছে।
সেই সঙ্গে যারা মাস্ক ব্যাবহার করছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। পথচলতি মানুষ থেকে গাড়ির চালকদের যাদের মুখে মাস্ক নেই প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্ক পরানো হয়।কারো মাস্ক না থাকলে তাকে কান ধরানো হয়। প্রশাসনের আধিকারিকরা পথ চলতি মানুষ থেকে গাড়ির চালকদের মধ্যে যাদের মাস্ক নেই তাদের বিনামূল্যে মাস্ক তুলে দেন ।
তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা নিয়ে কড়া সর্তকতা জারি করা হয়েছে। প্রতিটি মানুষকে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যাবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।