টান টান উত্তেজনার মধ্যে দিয়ে বুধবার হয়ে গেল বারুইপুর কাছারি বাজার মৎস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক নির্বাচন ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সম্পূর্ণ কোভিড বিধি মেনে বুধবার হয়ে গেল বারুইপুর কাছারি বাজার মৎস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক নির্বাচন । এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেন দুই প্রার্থী স্বপন সরদার ও দীপঙ্কর প্রামানিক । কমিটির সদস্য সহ দুই প্রার্থী মিলিয়ে মত ৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন ।

গণনার শেষে মাত্র এক ভোটের ব্যবধানে শেষ হাসি হাসেন স্বপন বাবু । এদিনের প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন বাজার কমিটির দীর্ঘদিনের পৃষ্ঠপোষক নারায়ণ চন্দ্র দাস ।

পাশাপাশি নারায়ণ বাবুকে সহযোগিতায় পাশে ছিলেন এলাকারই রহিম আলী মোল্লা । নির্বাচনের প্রথম থেকে শেষ পর্যন্ত সুষ্ঠ ও অবাধ নির্বাচনে বিশেষ দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা গৌতম দাসও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =