টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে। রবিবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার এবং রানার্সআপ দল ৮ লাখ ডলার।সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার ।সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার ।বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে। আর যে দলগুলো মূল পর্ব থেকে বাদ পরবে তারা ৭০ হাজার ডলার । প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 18 =