ডাকাতির আগেই পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। আটক করা হয় তাদের ব্যবহৃত একটি ছোট হাতি গাড়ি।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার গভীর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুরের কাছে একটি জায়গায় সন্দেহজনকভাবে একটি ছোট হাতি গাড়িতে বেশ কয়েকজন জড়ো হয়েছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে সাথে সাথে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় ।

পুলিশ আসছে জানতে পেরে ওই গাড়ি থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে তিন জনকে ধরে ফেলে কর্তব্যরত পুলিশ   কর্মীরা । আটক করা হয় ঐ গাড়িটি।গাড়ির মধ্য থেকে উদ্ধার হয় গ্রিল, শাটার এবং তালা ভাঙার বেশ কিছু সরঞ্জাম।

ধৃতদের নাম হালিম খান ,বাড়ী বহরু দীঘির পাড়, বাচ্চু ওরফে রাজু দাস, বাড়ী উত্তর ২৪ পরগনার শ্যামনগর রবীন্দ্রপল্লী , শেখ সাবির ওরফে শেখ তাহির,বাড়ী কলকাতা কাশিপুর । ধৃতদের জেরা করে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে,তারা ওখানে ডাকাতির উদ্যেশে জড়ো হয়েছিল।

তবে ঠিক কোনখানে ডাকাতির উদ্যেশে তারা জড়ো হয়েছিল, এবং তাদের সাথে আর কত জন ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।আদালতের কাছে তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + thirteen =