ডায়মন্ড হারবারের শুট আউটের ঘটনায় গ্রেফতার তিন , আটক দুই

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ডায়মন্ডহারবারের শুট আউটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল ডায়মন্ডহারবার থানার পুলিশ । ধৃতদের নাম সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা ও রাজেশ পান্ডে। ধৃতরা সকলেই ডায়মন্ডহারবার পৌরসভা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে খবর ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজন এর খোঁজ পাওয়া গিয়েছে, দুজনকে দেউলা এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

সকালে থেকেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক । ধৃতদেরকে শনিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে আহত তৃণমূল কর্মীর অবস্থা এখন স্থিতিশীল । গতকাল রাতে সফল হয় অস্ত্রোপচার । অস্ত্রোপচার করে গুলি বের করা হয় ।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৬,৩০৭, ধারা সহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ । সেই কারনে ধৃতদেরকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ডায়মন্ড হারবার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =