ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৪৫টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: গত এক মাসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৪৫টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকায় ১১ জনকে গ্রেপ্তার হয়েছে। এই বাইকগুলি ফলতা, উস্তি, মহেশতলা, বিষ্ণপুর, ডায়মন্ড হারবার থানা এলাকা থেকে চুরি গিয়েছিল। বেশ কিছু কলকাতা থেকেও চুরি হয়েছিল। সম্প্রতি একটি চুরির তদন্তে নেমে পুলিশ এই চক্রটির সন্ধান পায়।

ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও স্পেশাল অপারেশন গ্রুপ একটি টিম তৈরী করে তদন্তে নামে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এদিন এক সাংবাদিক বৈঠক করে জানান, এই চক্রটি জেলা জুড়ে সক্রিয় ছিল। নকল চাবি, তার ব্যবহার করে বাইকগুলি চুরি করত।

আমরা বাইকগুলির চেসিস নম্বর ধরে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ইতিমধ্যে কিছু বাইক মালিকদের হাতে তুলে দিয়েছি। বাইক চালকরাও কিছু সাবধানতা অবলম্বন করলে চুরি কমানো যায়। আমরা সেই প্রচারও করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =