তিনদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর পুরসভার একাধিক এলাকা ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: নিম্নচাপের ফলে তিনদিন ধরে টানা বৃষ্টির জেরে জলবন্দি হয়ে পড়েছে বারুইপুর পুরসভার একাধিক এলাকা । মদাররাট পপুলার একাডেমী স্কুলের সামনে রাস্তায় জলযন্ত্রনার ছবিটা সবথেকে চোখে পড়ার মতো । সাধারণ গাড়ি থেকে মানুষজনের যাওয়ার আসার ক্ষেত্রে খুবই অসুবিধা ভোগ করতে হচ্ছে ।

পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ড এর ও একাধিক জায়গা জলমগ্ন । মদাররাট পঞ্চায়েতর সদস্য ও পৌরসভার ১৪ নম্বরের কাউন্সিলর অবশ্য আশ্বাস দিয়েছে সব রকম সাহায্যের । দ্রুত এলাকা থেকে জল বার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =