নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: হাজার ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি ঠিক এই আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কেটে গেছে চব্বিশটা বছর। দীর্ঘ বাম জমানায় অপসারণ ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় বসেছে তৃণমূল।
চলতি বছর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৫ তম বর্ষে পদার্পণ করল। সেই প্রতিষ্ঠা দিবস উদযাপনে মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় আনুষ্ঠানিকভাবে দিনটিকে পালন করলেন যুব সদস্যরা। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের পর কেক কেটে সকলকে মিষ্টিমুখ করিয়ে দিনটিকে পালন করেন তারা।