দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে অজ্ঞাত পরিচয় মহিলার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ।

সংবাদ্প্রবাহ টিভি ডেস্ক :: ১,ফেব্রুয়ারি :: কুশমন্ডি :: কুশমন্ডি ব্লকে লাঙ্গল ভাঙ্গা মন্ডল পাড়া এলাকায় এক বাঁশ ঝাড়ে অজ্ঞাত পরিচয় মহিলার ঝুলন্ত দেহ পাওয়া যায় । তার সঠিক তদন্তের দাবিতে মহিলা মোর্চার ডাকে আজ কুশমন্ডি থানায় ডেপুটেশন দেওয়া হয় ৷

উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্ৰী স্মৃতিকনা দাস, জেলা সম্পাদক মাননীয় তাপস চন্দ্র রায় মহাশয় , সাধারন সম্পাদিকা সোমা সরকার মহাশয়া, মন্ডল সভাপতি হারাধন সরকার মহাশয়, মহিলা মোর্চার সভানেত্রী লিপিকা সরকার ও অনিতা সরকার সহ অনেকেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 11 =