দিল্লিতে নিখোঁজ ট্রাক্টর মিছিলের ২১ কৃষক : সংযুক্ত কিষান মোর্চা !

কুমার পঙ্কজ :: সংবাদ্প্রবাহ টিভি :: ৫ই,ফেব্রুয়ারী :: নয়াদিল্লি ::

নিখোঁজ ২১ কৃষক 

দিল্লিতে ট্রাক্টর মিছিলে

যোগ দেওয়া ২১ জন কৃষক নিখোঁজ হয়েছেন। গত ২৬ জানুয়ারি থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশটির কৃষকদের সংগঠন ‘সংযুক্ত কিষান মোর্চা’ (এসকেএম) এ অভিযোগ করেছে। এ ছাড়া এখনো পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

দিল্লি সরকার ট্রাক্টর মিছিলের পর থেকে জেলে থাকা ১১৫ জনের তালিকা প্রকাশ করেছে। তবে ২১ জনের কোনো খোঁজ নেই বলে দাবি আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলোর। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে আগেই সমর্থন দিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। 

বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলোর অভিযোগ নিয়ে কেজরিওয়াল বলেন, নিখোঁজ কৃষকদের খোঁজ পেতে কৃষকদিল্লিতে ট্রাক্টর মিছিলে যোগ দেওয়া ২১

জন কৃষক নিখোঁজ হয়েছেন। গত ২৬ জানুয়ারি থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশটির কৃষকদের সংগঠন ‘সংযুক্ত কিষান মোর্চা’ (এসকেএম) এ অভিযোগ করেছে। এ ছাড়া এখনো পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

দিল্লি সরকার ট্রাক্টর মিছিলের পর থেকে জেলে থাকা ১১৫ জনের তালিকা প্রকাশ করেছে। তবে ২১ জনের কোনো খোঁজ নেই বলে দাবি আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলোর। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে আগেই সমর্থন দিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি সংগঠনগুলো দিল্লি সরকারের দ্বারস্থ হয়েছে। আমাকেও অনুরোধ জানিয়েছেন অনেকে। পরিবারের সদস্য বা নিজের ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারে কতটা যন্ত্রণা তাদের হচ্ছে তা আমি বুঝতে পারছি।

২৬ জানুয়ারির দুর্ভাগ্যজনক ঘটনায় অনেকে জেলবন্দি রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করা ও পরিবারকে তাদের সম্পর্কে জানানো সরকারের কর্তব্য। নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না আমরা বলেও জানান তিনি। এ ব্যাপারে উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।

নিখোঁজদের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির কৃষক সংগঠনগুলো। দিল্লি সীমানাসংলগ্ন এলাকায় আইনি সহায়তা বিভাগ খোলা হয়েছে। যারা এখনো বাড়ি ফেরেননি তাদের পরিবারের লোকজন এখানে এসে অভিযোগ জানাচ্ছেন।

এদিকে আগামীকাল শনিবার ভারতজুড়ে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সাধারণ মানুষকে রাস্তায় বের হতে নিষেধ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =