দীঘা যাওয়ার পথে দুই তরুনী সহ পাঁচ পর্যটক দুর্ঘটনার কবলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: গাড়ি নিয়ে কোলকাতা থেকে দীঘা যাবার পথে দিঘা নন্দকুমার রোডে মারিশদা বেতালিয়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় । গাড়িটি আচমকাই সামনে পথচারী এসে পরে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার ধরে একটি নয়ানজুলিতে পড়ে যায় । সূত্রের খবর বেলা বারোটা নাগাদ গাড়িটি নন্দকুমার রোড ধরে দীঘার দিকে যাচ্ছিল ।

দুর্ঘটনাগ্রস্ত এক যাত্রীর কথায় একটি বাচ্চা ছেলে সাইকেল নিয়ে গাড়িটির সামনে এসে পড়ে । তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি পাশের নয়ানজুলিতে পড়ে যায় । যাত্রীরা নিজেরাই নয়ান্জুলি থেকে উঠে আসে । কেউই আহত হননি । পরে স্থানিয় মানুষ ও মরিশদা থানার পুলিশ এসে ক্রেনের সাহাষ্যে গাড়িটি উপরে তোলে। গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =