ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ তৈরী বাংলাও

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ভারতের দিকে ধেয়ে আসছে। আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে দেশটির অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।

মৌসম বিভাগ (আইএমডি) জানিয়েছে , ঘূর্ণিঝড়টি বঙ্গোপোসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থান করছে। সেখান থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি উত্তর-পশ্চিমাঞ্চলে অগ্রসর হতে পারে।ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + four =