নন্দীগ্রামে বিজেপির দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত বৃদ্ধের পরিবার

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::পূর্ব মেদিনীপুর :: আগামীকাল অর্থাৎ বুধার শাসক ও বিরোধী রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে ১০ ই নভেম্বর শহীদ দিবস উদযাপন করা হবে। তার আগেই মঙ্গলবার সকালে নন্দীগ্রাম- ২ ব্লকের বয়াল-২ গ্রামপঞ্চায়েতের তৃতীয়খন্ড জালপাই এলাকার বাসিন্দা অনাথ বন্ধু দাস ও তার স্ত্রী – মেয়েকে মারধর করার অভিযোগ। স্থানীয় মানুষের চেস্টায় আহত বৃদ্ধ- বৃদ্ধা ও তার মেয়েকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

অভিযোগ,পরিবারটি তৃণমূলের সমর্থক। বিজেপির অনুষ্ঠানে যেতে বলায় না যাওয়ায় মারধর করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পলয় পাল। তিনি বলেন এই ঘটনার সাথে দলের কেউ যুক্ত নয়। দলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ করে চলেছে কিছু মানুষ শাসকদলের মদতে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =