নির্বিঘ্নে শুরু ত্রিপুরার ভোট গ্রহণ – মহিলাদের উপস্থিতি লক্ষনীয়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::কোলকাতা :: আজ ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য নগর পরিষদ ও পুর নিগমের ভোট ।সকাল ৭ টা থেকেই আগরতলা সব ওয়ার্ডে নির্বিঘ্নে শুরু হয়েছে ভোট গ্রহণ । ভোট দিতে সকাল থেকেই সব বুথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে ।

কোভিড বিধি মেনে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ । এলাকার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রেই রয়েছে দীর্ঘ লাইন । বিশেষ করে মহিলাদের লাইন রয়েছে চোখে পড়ার মতো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =