নোদাখালীর বিস্ফোরণ এর স্থল খতিয়ে দেখলো ফরেন্সিক ও বোম স্কোয়াড এর আধিকারিকরা।

সুদেষ্ণা ঘোষ :: সংবাদ প্রবাহ :: নোদাখালী :: নোদাখালীর বিস্ফোরণ এর স্থল খতিয়ে দেখলো ফরেন্সিক ও বোম স্কোয়াড এর আধিকারিকরা। প্রাথমিক অনুমান প্রচুর শব্দ বাজির মসলা ড্রামে করে মজুদ করা ছিলো। সেই মসলার মধ্যে কোনো রকম ভাবে আগুন লাগে তারপর ৩ টে ব্লাস্ট হয়। এবং তরপর মৃত্যু।

আজ আধিকারিকরা এসে একাকার লোকেদের সাথে কথা বলে জানবার চেষ্ঠা করে বিস্ফোরণ এর তীব্রতা কতটা ছিলো। কত দিন ধরে এই ব্যবসা করছিলো ই ব্যাক্তি ।পাশপাশি আর কিকি ধরনের বাজি তৈরী হতো এখনে। এখনো একাকার মানুষ আতঙ্কে। ঘটনার স্থল থেকে আধিকারিকরা একটি মসলা ভর্তি ড্রাম উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =