নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার হাওড়ার শিবপুর থেকে দলীয় মিছিলে অংশ নিয়ে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করার কথা জানালেন সমবায় মন্ত্রী অরুপ রায়। তিনি জানান পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিরোধী শূন্য করতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন হাওড়া পৌর নিগম নির্বাচনেও তারা বিপুল ভোটে জয়ী হবেন।
এছাড়াও মন্ত্রী জানান রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্য মূলক আচরণ ও রাজ্যকে বঞ্চনার বিরুদ্ধে তারা পথে নেমেছেন। তাই আজকে শিবপুর থেকে ময়দান অব্ধি তাঁদের এই মিছিল চলছে। এর সঙ্গে পঞ্চায়েত অথবা পৌর নিগমের নির্বাচনের যোগ না থাকলেও মন্ত্রীর সাফ দাবি তারা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত।
রাজ্যে বিরোধী শূন্য করে তারা পঞ্চায়েত দখল করবেন। মন্ত্রী দাবি করেন রবিবারের মিছিলে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন ।