পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রয়োদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মালদায়।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রয়োদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মালদায়। আগামী 26 ও 27 শে মার্চ মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনের রূপরেখা তৈরি করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

রবিবার বিকেলে মালদা শহরের রোটারি ভবনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বিজ্ঞান মঞ্চের কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। ত্রয়োদশ রাজ্য সম্মেলনে প্রায় 450 জন বিশিষ্ট অধ্যাপক উপস্থিত থাকবেন এছাড়াও বিজ্ঞানের মডেল প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিজ্ঞান ও স্বাস্থ্য আন্দোলনের আগামীদিনের রূপরেখা তৈরি হবে রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =