“পুলিশ করোনা নয়, যে পুলিশকে দেখে মাস্ক পরবেন”এভাবেই পথ চলতি মানুষ থেকে বাসযাত্রীদের সতর্ক করলেন জেলাপুলিশ কর্তারা

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: তমলুক :: করোনা পরিস্থি অনেকটাই স্থিতিশীল। নতুন করে করোনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে। সরকারি করোনা বিধি যাতে কোনোভাবে অমান্য না হয় তার জন্য তৎপর রাজ্য পুলিশ।

রাজ্যের বিভিন্ন জেলা পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও সধারন মানুষকে সচেতন করেতে পথে নেমেছেন। শনিবার জেলার সদর দপ্তর তমলুকে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে তমলুকের বড়বাজার, হাসপাতাল চত্তর সহ তমলুকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ চলতি মানুষকে সচেতন করেন।

তিনি জানান, পুলিশ করোনা নয়, যে পুলিশকে দেখে মাস্ক পরবেন, নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখতে হলে সরকারি গাইডলাইন মানার পাশাপাশি বাড়ি থেকে বেরালেই পরতে হবে মাস্ক। পুলিশকে দেখে ভয় পেয়ে মাস্ক পরতে হবে না। পুলিশ সাধারন মানুষকে ভয় দেখানোর জন্য রাস্তা রাস্তা চেকিং করছে তা নয়। সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যেই আমরা রাস্তা নেমেছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *