প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে স্কুলের অন্যান্য শিক্ষকদের স্কুলের মধ্যে তালাবন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট  :: প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে স্কুলের অন্যান্য শিক্ষকদের স্কুলের মধ্যে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাল অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিকা কয়াল বাড়ির একটি স্কুলে । এই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন সানা কে অন্যত্র বদলি করে দেওয়া হয়। তার বদলির প্রতিবাদে অন্যান্য শিক্ষকদের স্কুলের মধ্যে দীর্ঘক্ষন তালা বন্ধ রেখে অভিভাবক ও ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখায় ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ জানিয়েছেন,” উনি মানুষ হিসেবে ভালো ছিলেন। আমরাও চাই উনি পুনরায় স্কুলে ফিরে আসুন। পাশাপাশি , অভিভাবকদের কে বলেন বিক্ষোভ তুলে নিতে। আমি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।” অবশেষে তার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =