প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌছলেন বহরমপুর রবীন্দ্র সদনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: মুর্শিদাবাদ জেলা সফরে প্রশাসনিক বৈঠক বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসেছেন দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে । কিছুক্ষণ সার্কিট হাউসে বিশ্রাম নেবার পর বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করবার জন্য বহরমপুরের সার্কিট হাউস থেকে এসে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারের দিন একাধিক বিষয় নিয়ে বহরমপুর মুর্শিদাবাদ জেলা স্তরেও একটি প্রশাসনিক বৈঠক করবেন রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ একাধিক রাজ্যের দপ্তরের প্রধান সচিব এবং বিভিন্ন রাজের উচ্চপদস্থ আমলা। মুর্শিদাবাদ জেলার সকল জনপ্রতিনিধি এবং বিভিন্ন আধিকারিকদের নিয়ে বুধবার বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকের দিকে নজর বঙ্গবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =